বাংলার কথা ডেস্ক ০
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বুধবার বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুথান যেন ব্যর্থ হয়, সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে, জাতিসংঘ, শীর্ষ আন্তর্জাতিক নেতাদের একত্রিত করতে উদ্যোগী হবে।
দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার সঙ্গে অন লাইন সাক্ষাৎকারে, মহাসচিব গুতেরেজ বলেন, স্বাভাবিক একটি নির্বাচনের পর, সামরিক ক্ষমতা গ্রহণ, একেবারেই অগ্ৰহণযোগ্য।
তিনি বলেন, বড় মাপের হস্তান্তরের পর, নির্বাচনের ফলাফল ও জনগণের রায়কে পরিবর্তন করা, কোন মতেই গ্রহণ করা যায় না।
সূত্র:ভিওএ।
বাংলার কথা/ফেব্রুয়াুরি ০৪, ২০২১