মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২০, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ও মঙ্গলবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

এসময় জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভুঞা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সালিম হাসান, প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক শেখ মহিউদ্দিন আহমেদ।

এসময় পুলিশ সুপার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যেভাবে তথ্য প্রবাহ হয় তাতে ফ্যাক্ট চেকিং করে সত্য-মিথ্যা নির্ণয় করা অত্যাবশ্যক। সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব অপরিসীম।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং টুলস, ভুয়া তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন।

এছাড়াও ফ্যাক্ট চেকিং টুলসের ব্যবহার, ফ্যাক্ট চেক প্রতিবেদন লেখার কৌশল, ভুয়া ছবি ও ভিডিও চিত্রের ফ্যাক্ট চেক করার পদ্ধতি, ফ্যাক্ট চেকিং সাইট পর্যবেক্ষণ ও সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তর ধারণা দেন ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ।

পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে মোট ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ২১-২২ ডিসেম্বর একই বিষয়ে আরও ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - প্রচ্ছদ