মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ১৪ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬, তিন দিনের জাতীয় শোক 

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১১, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক :

ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস শহরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। প্রায় ১০০০ জরুরি সেবাদান কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ভূমিধসে হতাহতের ঘটনায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ‌‘আমরা যাকে পারি বাঁচানোর চেষ্টা করছি এবং যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি’।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে ২৫ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। পরে দেশটির স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রী রেমিজিও সেবালোস সাংবাদিকদের বলেছেন, নিহতদের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
মুষলধারে বৃষ্টিপাতের কারণে এল পাতো নদী প্লাবিত হয়েছে। বন্যার পানি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শহরের গাছ, গাড়ি, বাড়িঘর ও দোকানপাট ভাসিয়ে নিয়ে গেছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - প্রচ্ছদ