সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ১১ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ভালুকায় আগুনে ভস্মীভূত হলো অর্ধশতাধিক ঘর

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ৭, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ভালুকায় আগুন লেগে ৫৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার আব্দুর রাশিদ ঢালী ও আইয়ুব আলী পিন্টুর বাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে বিভিন্ন মিল কারখানায় কর্মরত নিম্ন আয়ের শ্রমিকদের তালাবদ্ধ রুমে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘরগুলোতে তারা ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বাড়ির মালিক আইয়ুব আলী পিন্টু বলেন, আগুনে ৫৩টি রুম পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত