নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর) o
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন পরিষদে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (শুকনা খাবার) বিতরণ করা হয়েছে।
সোমবার(১৫ ফেব্রুয়ারি) পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (শুকনা খাবার) ৫০টি হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা তাকবীর হাসান।
শুকনা খাবার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুল হাসান মিলন, আব্দুর রহমান, আনিছুর রহমান আন্টু, নজরুল ইসলাম, বেলাল হোসেন, আনিসুর রহমান ইনসের,আবু ছায়েম সারোয়ার, জুয়েল রানা, আব্দুস সাত্তার, সংরক্ষিত আসনের নারী সদস্য বিনা পারভীন, খাদিজা, লতিফা বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলার কথা/মোবারক হোসেন শিশির/ফেব্রুয়ারি ১৫, ২০২১