নিউজ ডেস্ক :
সাতক্ষীরায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুরে সদর থানাধীন বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সাড়ে ৪৩ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছিল।
আটক মো. শামিমুল ইসলাম (৪০) সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছির গাড়াখালী গ্রামের মৃত সাজেদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের মেজর রেজা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।