শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ভারতকে কাঁপিয়ে দিচ্ছে টাইগাররা

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ঢাকা টেস্টে জয়ের জন্য ভারতকে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই ছোট লক্ষ্যেই ভারতীয় ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন টাইগার বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসান লোকেশ রাহুলকে ফেরানোর পর নিজের প্রথম বলেই চেতেশ্বর পূজারাকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।

ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ দল। স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সফরকারীদের শুরুতেই কোণঠাসা করে ফেলেছে টাইগাররা। অধিনায়ক লোকেশ রাহুলের পর আউট চেতেশ্বর পূজারা। নুরুল হাসান সোহানের দারুণ স্ট্যাম্পিংয়ে ৬ রানেই ফিরে গেছেন টপ অর্ডার এই ব্যাটার।

দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক।

শনিবার তৃতীয় দিনে শেষ সেশননে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২ উইকেটে ২৩। উইকেটে আছেন শুভমান গিল এবং অক্ষল প্যাটেল। জয়ের জন্য ভারতের এখনও ভারতের প্রয়োজন ১২৩ রান। হাতে রয়েছেন দুই দিনেরও বেশি সময়। আর বাংলাদেশের চাই ৮ উইকেট।

এর আগে বাংলাদেশ দল আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।

সর্বশেষ - প্রচ্ছদ