বাগমারা (রাজশাহী) প্রতিনিধি ০
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামানিক মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন।
রবিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুর রাজ্জাক প্রামানিক।
ভবানীগঞ্জ পৌরসভায় তৃতীয়বারের মতো ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম.জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মানিক, বিএনপি নেতা আকতারুজ্জামান তপন, মেসবাহুল হক দুলু, আতিকুর রহমান জজ, পৌর যুবদলের আহবায়ক শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলার কথা/শামীম রেজা/ডিসেম্বর ২০, ২০২০