নিউজ ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নামবে ইয়াসির আলির খুলনা।
প্রথম ম্যাচে খুব বাজেভাবে হেরে আত্মবিশ্বাসটা তলানিতে শুভাগতর চট্টগ্রামের। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল তামিম ইকবালের খুলনা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে খুলনার দলটি।
খুলনা টাইগার্স একাদশ-
তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, আজম খান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, পল ম্যাক্রেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ, আবু জায়েদ রাহি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশান প্রিয়ঞ্জন, মেহেদী হাসান রানা, উসমান খান।