বুধবার , ২ নভেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা গুনলেন ৬২ যাত্রী

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ২, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীতে বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে ট্রেনের ৬২ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা শেষ করে আজ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম। যাত্রী সংখ্যা স্বাভাবিক ছিল। ট্রেনে টিকেট চেক করা শুরু করলে এক লোক নিজেকে বিশেষ বাহিনীর লোক দাবী করেন এবং টিকিট কাটতে অস্বীকৃতি জানান। পরে স্বেচ্ছায় তিনি ট্রেন থেকে নেমে যান। কিন্তু লক্ষ্য করলাম তিনি তিন কোচ পরে আবার উঠেছেন। টিম নিয়ে তাকে ট্রেন থেকে পুনরায় ধরে ফেলে সর্বোচ্চ জরিমানা করা হয়।

এভাবে পুরো ট্রেনে অভিযান চালিয়ে মোট ৬২ জন টিকিট ছাড়া যাত্রী শনাক্ত করে জরিমানাসহ ভাড়া বাবদ ১৮ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।

সর্বশেষ - প্রচ্ছদ