নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী) ০
‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’। এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে বাঘা উপজেলা পরিষদের হলরুমে পাটবীজ উৎপাদনকারী শতাধিক কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের পাট বিশ্বমানের। উন্নতমানের বলে এই আঁশকে সোনালী আঁশ বলা হয়। এটি বর্ষার সময় উৎপাদন হয়ে থাকে। বর্তমানে দেশের আর্থ সামাজিক উন্নয়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনের কোন বিকল্প নাই। তিনি উপস্থিত কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি প্রতি বছর পাট চাষের জন্য পরামর্শ দেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বিএডিসি রাজশাহীর উপ-পরিচালক মোহাঃ আব্দুর রহমান ও জেলা পাট উন্নয়ন অফিসার অজিত কুমার রায়।
কর্মশালায় এ অঞ্চলের কৃষি উপকারভোগি শতাধিক কৃষকসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলার কথা/নুরুজ্জামান/ডিসেম্বর ২১, ২০২০