বাগমারা (রাজশাহী) প্রতিবেদক o
রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অ্যাপস রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এই রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
অ্যাপস রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনা নিবাসের প্রতিনিধি ৪০ ইস্টবেঙ্গল মেজর মনিরুজ্জামান সৈকত। দেশি-বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে এই ম্যারাথনের নাম উঠে গেছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস)’র ক্যালেন্ডারে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, অধ্যক্ষ হাতেম আলী, কুমার প্রতীক দাশ রানা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সেনা সদস্য, বিভিন্ন দপ্তর প্রধান সহ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার কথা/ শামীম রেজা/ফেব্রুয়ারি ০৪, ২০২১