নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী) ০
রাজশাহীর বাগমারায় বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে দুবাই প্রবাসী নজরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
নজরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলেই নিহত দুবাই প্রবাসী নজরুল ইসলামের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে দুবাইয়ে কাজ করে আসছিলেন। করোনার কারণে তিনি ছুটি নিয়ে দুবাই থেকে নিজ বাড়ি বাগমারাতে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টয়লেটের হাউজ নির্মাণের সময় বিদুত্যের তার পায়ের সাথে জড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। তার মৃত্যুতে এলাকায় শেকের ছায়া নেমে আসে। নিহত নজরুল ইসলাম দুই সন্তানের জনক ছিলেন।
মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম আলী আসকান জানান, অসাবধানতার কারণেই বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা মর্মাহত।
বাংলার কথা/মাহফুজুর রহমান প্রিন্স/ডিসেম্বর ২১, ২০২০