বাগমারা (রাজশাহী) প্রতিবেদক o
রাজশাহীর বাগমারা বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে স্কুল চত্বরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
মোহম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন।
স্থানীয় স্কুলের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, ঠিকাদার আহাদ আলী, স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আরা ছবি প্রমূখ।
বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর সরকারি বিদ্যালয়টির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন এম হোসাইন এন্টারপ্রাইজ।
বাংলার কথা/শামীম রেজা/ডিসেম্বর ২৭, ২০২০