বাগমারা (রাজশাহী) প্রতিবেদক o
রাজশাহীর বাগমারা উপজেলার কোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মারা গেছেন। আজ দুপুর আড়াইটায় নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোররাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আমিনুল ইসলাম কোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত সোমবার বিকেলে হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে। তার পিতার নাম মাস্টার সাইদুর রহমান। প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার মানুষের মাঝে। দুপুর আড়াইটায় নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বাংলার কথা/শামীম রেজা/ ডিসেম্বর ২২, ২০২০