বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

বাগমারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ১২, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

শামীম রেজা, বাগমারা (রাজশাহী)  প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন টুকু হোসেন (৩২)। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বাড়ি থেকে কাজের সন্ধানে মোটরসাইকেল নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন টুকু হোসেন। তিনি মাদারীগঞ্জ-মচমইল সড়কের দুবিলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কের পাশে পড়ে যায় টুকু হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীগঞ্জ-মচমইল সড়কের দুবিলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয় টুকু হোসেন। পরে লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত টুকু হোসেন উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও ফিরতে হচ্ছে লাশ হয়ে। নিহত টুকুর পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য তিনি মোহনগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। তিনি মোহনগঞ্জ এলাকায় গিয়ে কাজ করতেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। তিনি বুকে আঘাত পেয়েছেন।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি পরে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সর্বশেষ - প্রচ্ছদ