সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

বাগমারায় মচমইল ডিগ্রী কলেজে ছাত্রী কমনরুমের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৬, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

শামীম রেজা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ডিগ্রী কলেজে ছাত্রী কমনরুম ও সংযুক্ত টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে ছাত্রী কমনরুম ও সংযুক্ত টয়লেট নির্মাণ করা হবে। জাইকার অর্থায়নে কাজটি বাস্তবায়ন করছে বাগমারা উপজেলা পরিষদ। সোমবার মচমইল ডিগ্রী কলেজ চত্বরে ছাত্রী কমনরুম ও টয়লেটের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মচমইল ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং অত্র কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন এবং ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, সাবেক শিক্ষক হীরেন্দ্রনাথ, শ্যামল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম সহ মচমইল ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধিবৃন্দ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - প্রচ্ছদ