বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ১১ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

বাগমারায় এইচবিবি কাজের লটারী অনুষ্ঠিত

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:২০ অপরাহ্ণ

শামীম রেজা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোনবন্ডকরণ প্রকল্পের” আওতায় শিকদারী মান্নানের বাড়ি হতে হায়াতপুর পর্যন্ত ও শিতলাই বটতলা হতে শিতলাই ঈদগাহ পর্যন্ত এইচবিবি করা হচ্ছে। ১ কিলোমিটার মাটির এই রাস্তা সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। এলাকাবাসী কষ্ট লাঘবে ওই রাস্তাটি এইচবিবিকরণ করা হচ্ছে।

রাস্তাটির কাজ শেষ হলে কাদামাটির হাত থেকে রক্ষা পাবে লোকজন। জরুরী ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রæত সময়ের মধ্যে হেরিং বোন বন্ড করা হচ্ছে। এইচবিবি রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাস্তাটি এইচবিবিকরণে ব্যয় হবে ৬৭ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার দুপুর ১২ উপজেলা পরিষদ সভাকক্ষে রাস্তাটির ঠিকাদার নির্বাচনের লক্ষ্যে লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন বাগমারার মাজেদ এন্টারপ্রাইজ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোমিন, কাউন্সিলর হাচেন আলী। লটারী পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। উক্ত লটারীতে বিভিন্ন এলাকার ১৭৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - প্রচ্ছদ