শামীম রেজা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে বাগমারাবাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি বলেন, সময়ের আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২২ খ্রিঃ আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে। নতুন করে আমাদের মাঝে এসেছে ২০২৩ খ্রিঃ।
পুরাতন বছরে আমাদের রয়েছে অনেক পাওয়া না পাওয়ার গল্প। অনেক ভালো কিছুই করার ইচ্ছা থাকলেও সময়ের ফ্রেমে বাধা ছিল আমাদের প্রতিটি ক্ষণ। সে কারনে শেষ হয়েও সব কিছু শেষ করতে পারিনি।
তাই নতুন বছরে সব কিছু আবারও নতুন উদ্যমে করার প্রত্যয় ব্যক্ত করছি। নতুন বছর ২০২৩ খ্রিঃ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি এই কামনা করছি। শুভ নববর্ষ ২০২৩ খ্রি:।