নিউজ ডেস্ক :
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, লালন সাঁইজিসহ দেশের বাউল, বৈষ্ণব, সুফী সাধকগণ সকল ধরনের বৈষম্য ও অশান্তির বিরুদ্ধে সাম্য ও মানবতার বাণি প্রচার করেছেন। তারা শান্তির দূত ছিলেন। তারা বাঙালির সাংস্কৃতিক ভান্ডারের অমূল্য সম্পদ।
সোমবার লালন সাঁইজির জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্বরের উন্মুক্ত মঞ্চে লালনগীতি পরিবেশনা এবং সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, বাঙালি সংস্কৃতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা এবং বাউলদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।
সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শোষণমুক্তির সংগ্রামে লালনের দার্শনিক চিন্তা বাঙালি ও বিশ্বমানবের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কেবল অর্থনৈতিক বৈষম্য নয়, নানা ধরনের সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মীদের সচেতন হতে হবে ও সংগ্রাম পরিচালনা করতে হবে।
সমাবেশ শেষে উন্মুক্ত মঞ্চে শিল্পীগণ লালনগীতি পরিবেশন করেন।