হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক o
স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষ্যে দেশব্যাপী প্রথম বারের মতো পালিত হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ৭ মার্চ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (৭ মার্চ) বিকেলে এ উপলক্ষ্যে হাতীবান্ধা থানা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশের এএসপি আবুল হোসাইন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুল আলম ও সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন।
এতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
বাংলার কথা/সিদরাতুল মোত্তাকিন/ মার্চ ০৭, ২০২১