নিউজ ডেস্ক :
বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে এখনো উন্মাদনা ও আলোচনা রয়েছে। মেসির আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে মার্চে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশে পুনরায় আসার ব্যাপারে এখনও নিশ্চয়তা না পেলেও কাবাডি দল আসছে।
১১-২২ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে আর্জেন্টিনার গত বছরও অংশগ্রহণের কথা ছিল। শেষ পর্যন্ত আসতে পারেনি মেসির দেশ। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবার আশাবাদী আর্জেন্টিনা অংশগ্রহণ করবে।
আর্জেন্টিনা, স্বাগতিক বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের অন্য দেশগুলো হচ্ছে চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলংকা ও থাইল্যান্ড। ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।