নিউজ ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার ছাড়াই জন্ম হয় ওই তিন শিশুর।
নবজাতক দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নবজাতকদের মা রনি আক্তার উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমত আলীর বাড়ির প্রবাসী মুজিবুল হকের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার ভর্তি হন রনি আক্তার। ওই দিন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মনির তত্ত্বাবধানে অস্ত্রোপচার ছাড়াই ওই তিন শিশুর জন্ম হয়।
নবজাতকদের বড় চাচা মাওলানা মামুন জানান, ৫ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের প্রথম সন্তান জন্মের ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আল্ট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান, এবার যমজ সন্তান হবে। তবে শেষ পর্যন্ত জন্ম নিল একসাথে তিন সন্তান।
তাদের বাবা মালয়েশিয়া প্রবাসী বর্তমানে তিনি দেশে। তিন শিশু সন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মা-ও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় তাদের চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার জানান, বাচ্চা ও মা সুস্থ আছেন। তবে বাচ্চাদের ওজন কম থাকায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।