সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

বন্দর ছাড়ল ইউক্রেনের শস্যবাহী ১২ জাহাজ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ৩১, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ইউক্রেন জানিয়েছে কৃষ্ণ সাগর হয়ে সোমবার ছেড়ে গেছে তাদের শস্যবোঝাই ১২টি জাহাজ। যদিও শস্য রপ্তানির নিরাপদ বা মানবিক করিডোর চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া।

ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওইসব জাহাজে করে ৪০ হাজার টন শস্য ইথিওপিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে।

ক্রিমিয়ায় নৌবহরে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ এনে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া। এই ঘটনায় ইউক্রেন দাবি করেছিল, রাশিয়া ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
রাশিয়া অবশ্য জানিয়েছে, তারা আর নিরাপদে পণ্যবাহী জাহাজের কৃষ্ণসাগর হয়ে বিভিন্ন দেশে চলাচলের বিষয়ে কোনো নিশ্চয়তা দেবে না।

যদিও রাশিয়ার নৌবহরে হামলা দায় স্বীকার করেনি কিয়েভ। তাদের দাবি, শস্য চুক্তি থেকে বেরিয়ে যেতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাশিয়া এই কাণ্ড ঘটিয়েছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - প্রচ্ছদ