বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক o
রংপুরের সামাজিক বন বিভাগের আওতায় বদরগঞ্জে রাধানগর ও গোপীনাথপুর ইউনিয়নের বনায়ন পরিদর্শন করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির রোপনকৃত ওই বনায়ন পরিদশনের সময় তার সঙ্গে ছিলেন বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান, লালদীঘি পীরপাল (বিএম) কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং সমিতির সদস্যবৃন্দ।
এ সময় ইউএনও বনায়নে চারা রক্ষার গুরুত্ব তুলে ধরে এলাকাবাসির সহোযোগিতা কামনা করেন এবং চারাগাছগুলি রক্ষায় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
বাংলার কথা/আশরাফুজ্জামান বাবু/সেপ্টেম্বর ১২, ২০২০

