বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক o
রংপুরের বদরগঞ্জে ASRH প্রকল্পের এনুয়াল প্রগ্রেস মিটিং এবং প্রাক-বড়দিন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) উপজেলার লোহানীপাড়ার শিমুলঝুড়িতে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ল্যাম্ব-সিএইচডিপি-এর পরিচালক মিস্টার লিটন বালা, বিশেষ অতিথি ছিলেন ডিপুটি ডাইরেক্টর মিস্টার বাপন মানখিন, ডা. কেপি এবং বর্ন অনটাইমের প্রকল্প ম্যানেজার এবং রেবেকা শম্পা বিশ্বাস (ম্যানেজার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প)।
এতে অংশগ্রহন করে ASRH প্রকল্পের কর্মীবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার কিশোর-কিশোরীরা। এ সময় কোভিড-১৯ ও প্রকল্পের বাৎসরিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মিস্টার মুকুল কিস্কু।
অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সান্তাল(সাঁওতাল) নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথি মিস্টার লিটন বালা বলেন, ‘আমরা এই এলাকায় কাজ করছি মূলত কিশোর কিশোরীদের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি কিশোরী বয়সে যেন বাল্য বিবাহ এবং কিশোরীরা যেন ২০ বছরের আগে মা না হয়, তা নিয়ে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।’ ল্যাম্ব যে উদ্দেশ্য এবং মূল্যবোধ নিয়ে কাজ করছে তা মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মীর প্রতি তিনি আহবান জানান।
বাংলার কথা/আশরাফুজ্জামান বাবু/ডিসেম্বর ২৪, ২০২০