বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি o
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার( (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌরশহরের মডেল হাই স্কুলে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন। সভাপতিত্ব করেন যুগ্ম আবহায়ক ফারুক হোসেন বাবু। এ সময় উপজেলা, ইউনিয়ন ও পৌরযুবলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের আহবায় হাসান তবিকুর চৌধুরী পলিন বলেন,‘ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন বদরগঞ্জ যুবলীগ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করবে।’
বাংলার কথা/আশরাফুজ্জামান বাবু/ সেপ্টেম্বর ২৩, ২০২০

