বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক o
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিক্ষুককে পুনবার্সনের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে ১০ জন ভিক্ষুকের হাতে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন এমপি ডিউক চৌধুরী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে পুনবার্সন চেক বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি ডিউক চৌধুরী।
এ সময় ডিউক চৌধুরী এমপির ঐচ্ছিক তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ সহায়তাও দেয়া হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে ৪টি ইজি বাইক বিতরণ করেন এমপি ডিউক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
বাংলার কথা/আশরাফুজ্জামান বাবু/ডিসেম্বর ২৯, ২০২০