বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক o
রংপুরের বদরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি ডিউক চৌধুরী।
বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও’র সভা কক্ষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা পাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ডিউক চৌধুরী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির ৪১ জনের হাতে ৪১টি বকনা গরু, গো-খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী তুলে দেন।
বাংলার কথা/আশরাফুজ্জামান বাবু/ফেব্রুয়ারি ২৩, ২০২১