নিউজ ডেস্ক :
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন চার্চ পরিদর্শন করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান। এ সময় তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া র্যাবের ডিজি পক্ষ থেকে বড়দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন তিনি।
রোববার (২৫ ডিসেম্বর) র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফজলুল হক বলেন, র্যাব-২ দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অবস্থিত চার্চে বড়দিন উপলক্ষে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন র্যাব-২ এর অধিনায়ক। চার্চসমূহের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণও করেন তিনি। এছাড়া এ সময় তিনি বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ও জমপালা রানীর চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। র্যাব ডিজি পক্ষ থেকে বড়দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন।
তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত চার্চসমূহে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। প্রতিটি চার্চে বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। বড়দিনের উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিশ্ছিদ্র নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে।