নিউজ ডেস্ক :
ফেডারেশন কাপে আজ মঙ্গলবার ছিল এ গ্রুপের দু’টি ম্যাচ। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৭-০ গোলে উত্তরা আজমপুরকে এবং মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।
ফেডারেশন কাপে টানা দুই জয়ে এ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। শেখ জামাল ও রহমতগঞ্জ এক জয়ে তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। উত্তরা আজমপুর দুই ম্যাচে শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের নিচে।
ফেডারেশন কাপে ১১ দল তিন গ্রুপে খেলছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে দুই সেরা তৃতীয় দল পরের রাউন্ডে খেলবে। মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত করেছে। গাণিতিক কিছু হিসাব নিকাশের জন্য মোহামেডানের পরের রাউন্ড অপেক্ষায়।