নিউজ ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চাচার হাতে ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৬০) খুন হয়েছেন। নিহত নুরুল ইসলাম পাঠান বনোয়াকান্দা গ্রামের বাসিন্দা। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে নূরুল ইসলাম তার নিজের জমিতে বেড়া দিতে গেলে চাচা আজমান আলী পাঠান ও তার ছেলে মঞ্জুরুল পাঠান এবং ভাতিজা আনোয়ার পাঠান তাকে বাধা দেন। এনিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।