নিজেস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেন, দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে দূরে কোথাও হত্যার এখানে ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে গেলে। এ সময়অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুঠিয়া থানা-পুলিশকে খবর দেয়।
এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত অজ্ঞাত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।