নিজস্ব প্রতিবেদক ০
আগামি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুঠিয়া পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকার মাঝি রবিউল ইসলাম রবিকে বিজয়ী করতে মাঠে নেমেছে জেলা যুব মহিলা লীগ। শনিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে গণসংযোগ করেন।
সকাল ১১টা থেকে শুরু হয় গণসংযোগ। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন। তিনি পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করেন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান। তাঁর সাথে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী সরকার ও সাধারণ সম্পাদক রোখসানা খাতুনসহ আরো অনেকে।
বিপাশা খাতুন গণসংযোগকালে বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের সাথে কথা বলেন। এলাকায় উন্নয়ন পেতে হলে আগামি ২৮ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান তিনি।
বাংলার কথা/নুরুজ্জামান/ডিসেম্বর ১৯, ২০২০