রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিলেন কিম

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ১, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে মোকাবিলায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সর্বোচ্চ নেতা। একইসঙ্গে তিনি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নেরও আদেশ দিয়েছেন। খবর আল-জাজিরার।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে কিম অভিযোগ করে বলেছেন উত্তর কোরিয়াকে থামিয়ে দিতে ও একঘরে করে রাখার ষড়যন্ত্র করছে ওয়াশিংটন ও সিউল।

এ সময় কিম জং উন বলেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা যুক্তরাষ্ট্রসহ অন্যরা যেভাবে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তাতে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার প্রচেষ্টা আরও দ্বিগুণ করতে হবে। তিনি বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্র অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম।

সর্বশেষ - প্রচ্ছদ