নিজস্ব প্রতিনিধি :
পাবনায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে চালনার সরঞ্জাম সহ সাতটি ওয়ান শুটার গান উদ্ধার ও একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে পাবনা শহরের চক পৈলানপুর কিরনের (৩৩) বাড়িতে অভিযান চালায়।অভিযান কালে তার বাড়ীর একটি পাকা ঘর থেকে দেশীয় তৈরি সাতটি ওয়ান সুটার গান ও গান চালনার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় র্যাব সদস্যরা কিরনকেও আটক করে। র্যাব আরও জানায় গ্রেফতারকৃত কিরন একজন অস্ত্র ব্যবসায়ী।
দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে পাবনা থানায় একটি অস্ত্র আইনে একটি দায়ের হয়েছে।