পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক o
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৪২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু সাঈমের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম সুইট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সুমন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী এবং পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান। নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম সুইটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বর্তমান মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়সহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।
বাংলার কথা/আজিনুর রহমান আজিম/জানুয়ারি ১৭, ২০২১