পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি o
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ। ব্যক্তিগত উদ্যোগে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে এ অর্থ সহায়তা দেন।
এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়া মেধাবী শিক্ষার্থীরা হলেন, শ্রাবন্তী রানী প্রামানিক জয়া, জান্নাতুল ফেরদৌস রিফা ও তাবাসসুম তামান্না ইজি। তারা চলতি ২০২০ সালে বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (গোল্ডেন এ+) এবং দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে শিক্ষা বৃত্তিও অর্জন করেছে।
বাংলার কথা/আজিনুর রহমান আজিম/ সেপ্টেম্বর ১৯, ২০২০

