বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ৪, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে একটি রেস্তোরাঁর কাছে অজ্ঞত বন্দুকধারী হামলা করলে এই ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে,পাকিস্তানি তালেবান (টিটিপি নামে পরিচিত) এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের জন্য এই দুই গোয়েন্দার নামযশ ছিল। বন্দুক এবং বোমা হামলাসহ জটিল মামলা তদন্ত ও সমাধানে নিহত দুই কর্মকর্তা নিজেদের দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের পরিচালক ছিলেন। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

টিটিপি গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করে। এরপর সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে তারা। তবে মঙ্গলবারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

সর্বশেষ - প্রচ্ছদ