সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১১ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

পরিযায়ী পাখি সংরক্ষণে রাবি প্রশাসনের জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৬, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

পরিযায়ী পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন আইন ও শান্তির কথা উল্লেখ করা হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারিকেলবাড়িয়া ক্যাম্পাস পরিদর্শনকালে পাখি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, শীতের শুরুতে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের নদ-নদী, খাল-বিল, হ্রদ, হাওড়-বাওড়, ঝিল ও জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। এসব পাখিরা আসে নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য। আমরা যদি সেই আশ্রয়টুকু ও নিরাপদে থাকতে না দেই তাহলে মানুষ হিসেবে আমাদের আদর্শ পালন করা হলো না। কীটপতঙ্গ খেয়ে পরিযায়ী পাখিরা যেমন জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে, তেমনি ফুল-শস্যের পরাগায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন আইন করেছেন। তাই সবার উচিত এ পরিযায়ী পাখি সংরক্ষণে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান ও ড. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রচ্ছদ