নিউজ ডেস্ক :
ঢাকার দোহারে পদ্মা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। সেই সঙ্গে প্রায় ৩০ কেজি ইলিশ মাছসহ ৫ জেলেকে আটক করা হয়। মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
হধমধফ-৩০০-২৫০
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহারের নেতৃত্বে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৩০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত জুলহাস শেখ, মুসলেম, তোতা বেপারি, আ. কাদেরকে ৭ দিনের জেল ও ছকেল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।