মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

পদ্মায় অভিযান চালিয়ে ১ লাখ মিটার জাল জব্দ, ৫ জেলে গ্রেফতার

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৮, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ঢাকার দোহারে পদ্মা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। সেই সঙ্গে প্রায় ৩০ কেজি ইলিশ মাছসহ ৫ জেলেকে আটক করা হয়। মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

হধমধফ-৩০০-২৫০
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহারের নেতৃত্বে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৩০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত জুলহাস শেখ, মুসলেম, তোতা বেপারি, আ. কাদেরকে ৭ দিনের জেল ও ছকেল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ - প্রচ্ছদ