শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

নেতানিয়াহুকে বন্ধু আখ্যা জো বাইডেনের

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ৩০, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
সরকার গঠন নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থি রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন তিনি।

এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে তার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ফিলিস্তিনি সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন তিনি।

এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেতানিয়াহুকে তিনি ‘বন্ধু’ বলে অভিহিত করেন এবং একইসঙ্গে ফিলিস্তিনিদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু। ইরানের হুমকিসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবিলা করার জন্য আমরা কাজ করব।’

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘আমার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সবসময়ই দুই রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে যাবে এবং এর কার্যকারিতাকে বিপন্ন করে বা আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরোধিতা করে এমন নীতির বিরোধিতা করবে।’

অবশ্য বাইডেনের পূর্বসূরী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল নেতানিয়াহুর। কট্টরপন্থি ইহুদি এই রাজনীতিক বৃহস্পতিবার তৃতীয় বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন। মূলত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এদিকে পৃথক এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রধান হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়া-ইসরায়েলের মধ্যে সহযোগিতা জোরদার করার অভিপ্রায়ের ইঙ্গিত প্রেসিডেন্ট পুতিন দিয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

নেতানিয়াহুকে পাঠানো এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আশা করি, আপনার নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জনগণের স্বার্থে সকল ক্ষেত্রে রাশিয়া-ইসরায়েল সহযোগিতা জোরদার করার কাজ অব্যাহত রাখবে।’

পুতিন আরও বলেন, ‘রাশিয়াতে, আমরা আমাদের দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য আপনার ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী অবদানের প্রশংসা করি।’

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন, ১৪ দলের আবেদন বাতিল, টিকে রইল ৭৭

৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল খেলা :  চড়া দামেও মিলছে না টিকিট

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বানেশ্বর ইউনিয়নে আ’লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় ঘটে জেল হত্যাকাণ্ড : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত নারীবান্ধব মেট্রোরেল : ইন্দিরা

বাঘায় পৌরসভায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

সৌদি আরব গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিলো পাকিস্তান

দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিকল্প নেই : রাষ্ট্রপতি