সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

নানা আয়োজনে রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ১৪, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো :

‘সঠিক শিক্ষাই পারে ডায়াবেটিস থেকে আগামীকে রক্ষা করতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাজশাহীতে সোমবার ১৪ নভেম্বর সকাল ১১টায় ডায়াবেটিস কল্যান কেন্দ্রের আয়োজনে পালিত হয় নানা আয়োজন।

ডায়াবেটিস থেকে আগামীকে রক্ষা পেতে জনসচেতনতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ডায়াবেটিস কল্যান কেন্দ্র থেকে। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট ঘুরে এসে আলুপট্টি এলাকায় শেষ হয়। এছাড়া এদিন বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ ইনসুলিন বিতরন ও এ রোগের বিভিন্ন ওষুধ বিতরণ করা হয় গরীব অসহায় রোগীদের মাঝে।

চিকিৎসকরা জানাচ্ছেন, এবারের প্রতিপাদ্য যেহেতু ‘সঠিক শিক্ষাই পারে ডায়াবেটিস থেকে আগামীকে রক্ষা করতে’ তাই এই সঠিক শিক্ষায় মানুষকে উদ্ভুত করতেই কাজ করছেন তারা। কে ডায়াবেটিক রোগী তা আগে থেকে বোঝা না যাওয়ায় সকলেরই উচিৎ তিনি এ রোগে আক্রান্ত কিনা তা পরীক্ষা করে দেখা এবং নিয়ম মেনে জীবন যাপন করা। সচেতনতাই ডায়াবেটিস রোগের রোগী কমিয়ে ফেলতে পারে।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস কল্যান কেন্দ্রের পরিচালক ডা. এফএমএ জাহিদ, সেক্টর কমাডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সেক্টর কমাডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার, আফতাব হোসেন কাজল, দিলীপ কুমার ঘোষ প্রমূখ।

সর্বশেষ - প্রচ্ছদ