নিজস্ব প্রতিবেদক, নাটোর ০
নাটোরে বিআরটিএ’র লার্নার কার্ড জালিয়াতির অভিযোগে আজিজুল হক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কানাইখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন জানান, লার্নার লাইসেন্সের জন্য বিআরটিএ’র অফিসে অনলাইন রেজিস্ট্রেশন ব্যক্তিদের মধ্যে সাতজনের লার্নার কার্ড ভুয়া প্রমাণিত হয়। পরবর্তীতে সাতজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে শহরের কানাইখালী এলাকার গাংচিল ডিজিটাল স্টুডিও জালিয়াতি করেছে।
তাদের তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে গিয়ে তথ্য অনুসন্ধান করে জানা যায়, লার্নার এর জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া লার্নার সরবরাহ করা হতো। বিষয়টি প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির মালিক আজিজুলকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় নাটোর বিআরটির মোটরযান পরিদর্শক নেছার আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
বাংলার কথা/না.হা/সেপ্টেম্বর ১৩, ২০২০

