নিজস্ব প্রতিবেদক (নাটোর) o
অনিয়ম ও আত্মসাৎ ঠেকাতে নাটোরে ডিজিটাল পদ্ধতিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার দিঘাপতিয়ায় ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পিএএ।
এসময় জেলা প্রশাসক জানান, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। এখন থেকে তালিকাভুক্ত উপকারভোগীরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সরকারের দেয়া ১০ টাকা কেজির চাল কিনতে পারবেন। এর ফলে চাল আত্মসাৎ ও অনিয়ম রোধ হবে। এবার জেলায় মোট ৭৬ হাজার ৭০০ দরিদ্র মানুষ ডিজিটাল পদ্ধতিতে ১০ টাকা কেজি দরে চাল সহায়তা পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহানসহ অন্যান্যরা।
বাংলার কথা/নাজমুল হাসান/মার্চ ২৪, ২০২১