নিজস্ব প্রতিবেদক (নাটোর) o
নাটোরে ৬৫জন গ্রাম পুলিশেরর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় সংসদ সদস্য শিমুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ৬লাখ টাকা ব্যায়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো। ভবিষৎতেও তাদের মাঝে নানা সুযোগ সুবিধা প্রদান করা হবে।’
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলার কথা/নাজমুল হাসান/জানুয়ারি ৩১, ২০২১