নিজস্ব প্রতিবেদক (নাটোর) o
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে বর্তমান এমপি এবং সাবেক এমপি সমর্থক দুই গ্রুপ একই জায়গায় সভা আহবান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি ও লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বুধবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলের সমর্থক নায়েব উদ্দিন মালিথা রামপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে সভা আহবান করে।
একই সময়ে সেখানে সাবেক এমপি আবুল কালামের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সভা আহবান করে। এতে করে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করতে থাকে। এর ফলে আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে কারণে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ এলাকায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
বাংলার কথা/নাজমুল হাসান/ডিসেম্বর ২৩, ২০২০