নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক o
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ৮নং ওয়ার্ডে শনিবার সকালে ৯জন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে নাচোল থানা পুলিশ। তাদেরকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে
আটককৃতরা ব্যক্তিরা হচ্ছেন নাচোল উপজেলার জামায়াতের সেক্রেটারি বেনীপুর এলাকার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৬), নাচোল পৌরসভার জামায়াতের আমির মাদ্রাসাপাড়ার জান মোহাম্মদের ছেলে খলিলুর রহমান (৪৫), মাস্টারপাড়ার আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৮), পণ্ডিতপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জব্বার (৪২), উওর সাকোপাড়া এলাকার এনামুল হকের ছেলে নাসিরুল্লাহ (৩২), বেনীপুর এলাকার দেরাস আলীর ছেলে রইস উদ্দিন (৪০), নাসিরাবাদ এলাকার নেস মোহাম্মদের ছেলে ইমরান আলী (৪৫), সুকানদীঘি এলাকার জার্জিসের ছেলে নজরুল ইসলাম (৪০) এবং বান্দ্রা এলাকার ইয়াসিন আলীর ছেলে রুস্তুম আলী(৪২)।
নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, আজ শনিবার ভোরে পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বান্দারা জামে মসজিদে ফজর নামাজের পর গোপন বৈঠক করার সময় জামায়াতের ৯জন নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বাংলার কথা/জোহরুল ইসলাম জহির/সেপ্টেম্বর ১২, ২০২০

