বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

নদী রক্ষায় কোনো আপস করিনি: নৌপ্রতিমন্ত্রী

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ১৫, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নদী রক্ষার ক্ষেত্রে কোনো আপস করিনি। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার মতো দক্ষ ও সাহসী নেতৃত্বের কারণে।’

আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত ‘টাস্কফোর্স’ এর ৪র্থ বৈঠক হয় আজ।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নদী রক্ষাসহ সবকাজ এগিয়ে নিতে চাই। স্থানীয় প্রশাসন যার যার অবস্থান থেকে কাজ করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিছুটা সমস্যা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু স্বাভাবিক রাখতে পেরেছেন। নদী রক্ষায় সবচেয়ে বড় সাফল্য মানুষকে সচেতন করা।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উদ্যোগ ‘টাস্কফোর্স’ গঠন। তিনি বলেন, ‘দূষণের ক্ষেত্রে দূষণকারীদের বিরুদ্ধে মনিটরিং জোরদার করতে হবে।’

নদী রক্ষায় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব।

সর্বশেষ - প্রচ্ছদ