রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

দোহারে ৫০ লাখ মিটার জাল জব্দ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৬, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ঢাকার দোহারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। এছাড়া ৪০ কেজি ইলিশসহ সাত জেলেকে আটক করা হয়েছে।

শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান চালায়।

আটক জেলেরা হলেন- পারেভজ শেখ, মো. খোকন, মো. মামুন, মো. মহব্বত, মো. দেলোয়ার, মো. শাকিল ও রাসেল বেপারী।

ফাঁড়ির ইনচার্জ মামুনুর রহমান বলেন, আটক ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও মাছগুলো এতিমখানায় দেওয়া হয়েছে।

চলতি মাসের ৭-১৬ অক্টোবর সকাল পর্যন্ত দোহারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৬ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুজনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ৮৬ লাখ ৬৯ হাজার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ২৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়।

সর্বশেষ - প্রচ্ছদ